ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “আমার ভ্যাট আমি দিব,কেনার সময় চালান নিব” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বুথ স্থাপন করে সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সাতক্ষীরার বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার মো. জিয়াউদ্দিন এর তত্ত্বাবধানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রবিবার ( ১০ ডিসেম্বর) সকালে শহরের নিউমার্কেট সংলগ্ন এবি ব্যাংকের সামনে এ বুথ স্থাপন করা হয়। বুথে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা মূলক লিফলেট, উৎসে ভ্যাট কর্তন সংক্রান্ত বই,ই-পেমেন্ট/ এ চালান,স্বচ্ছভাবে ভ্যাট আদায়ের সহায়ক যন্ত্র এর লিফলেট, ভ্যাট কি?, ভ্যাট কেন দিব এবং কিভাবে দিব? এই সংক্রান্ত জনসচেতনতাূলক লিফলেট বিতরণ করে ভ্যাট দাতাদের উৎসাহ দেওয়া হচ্ছে । উক্ত বুথে সপ্তাহব্যাপী সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। চলমান অর্থবছরে সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এ ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ১৫১কোটি ৯৮ লক্ষ টাকা , যার মধ্যে বিগত ৪ মাসে ২৬ কোটি ৯ লক্ষ টাকা ভ্যাট আদায় সম্পন্ন হয়েছে সূত্রে জানা যায় ।
পূর্ববর্তী পোস্ট