নিজস্ব প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবুকে বিজয়ী করার আহবান জানিয়েছে সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।
শুক্রবার (২৯ মার্চ) বিকালে সদরে ডিবি গার্লস হাইস্কুলে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় এ আহবান জানান তিনি।
সম্মানিত অতিথি’র বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সেবা তৃণমূল মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে পল্লী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এই উপজেলা পরিষদের মাধ্যমে।
এমপি আশু আরও বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহন করবে, সে লক্ষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র মশিউর রহমান বাবুকে বিজয়ী করতে কাজ করতে হবে।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. রশিদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আব্দুস সালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, অর্থ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাইয়ুমুজ্জামান পাভেল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুর রহমান সোনা, ধুলিহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আর্শাদ আলী, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল, ফিংড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির। এতে জেলা, উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।