নিজস্ব প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিদায়ী সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামকে বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লেকভিউ হলে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে জাবির প্রাক্তন শিক্ষার্থী এলামনাই এর সহ সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিদায়ী পুলিশ পরিদর্শক সাতক্ষীরার মো. মনিরুল ইসলাম, এনএসআই এর জয়েন সেক্রেটারি
জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরা শাখার অর্থ সম্পাদক শাহিনুর রহমান ও অর্থ সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম ডাইরেক্টর আসাদুল হক পারভেজ, এসপি পত্নী ডা. রোকেয়া আক্তার লাবনী, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন জাবি এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরার সদস্যবৃন্দ সম্পাদক গাউসার রেজা, সম্পাদক আসীম বায়জীদ সাগর প্রমূখ। এসময় সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামকে সমমাননা ক্রেস্ট প্রদান করা হয় সংগঠনের নেতৃবৃন্দ।
