এস এম মোতাহিরুল হক শাহিন
রিপোর্টার, তালা (সাতক্ষীরা) :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা তালা উপজেলা আমীর ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোটাল এবং পত্রিকায় মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ররবিবার ( ২৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর তালা উপজেলার প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনে স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় তালা হাসপাতালের অভ্যন্তরে একটি ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্যের ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ঘটনাটি ছিল তালা উপজেলার রহিমাবাদ এলাকার দুই পরিবারের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ। এতে উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি ও হাতাহাতির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হয়ে তালা হাসপাতালে ভর্তি হন।
এ সময় হাসপাতালের নিকটবর্তী বাসিন্দা জামায়াত নেতা এডভোকেট মশিয়ার রহমান ও মোস্তফিজুর রহমান রেন্টুসহ কয়েকজন স্থানীয় নেতা আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান। সেখানে উপস্থিত থেকে তারা উভয় পক্ষকে শান্ত থাকার ও সমঝোতার পরামর্শ দেন। কিন্তু এক পর্যায়ে নাজমুল হক ও রাজু নামের দুই ব্যক্তি তাদের দলবল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। পরে ওই বিশৃঙ্খলার কিছু অংশ বিকৃতভাবে মোবাইল ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল পরিকল্পিত ভাবে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করেছে।
যেসব সংবাদ মাধ্যম যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, গণমাধ্যমের সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়েছে।
