ফিরোজ হোসেন, সাতক্ষীরা :বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে মধ্যবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ ই মে সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের কুরাইশী ফুডপার্কে এ মতবিনিময় সভায় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মো. রিপনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। এসময় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের সদস্য হতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে। সংগঠনকে অবশ্যই নির্ধারিত চাঁদা দিতে হবে। যারা চাঁদার টাকা দিতে ব্যর্থ হবে তাদের সদস্য পদ দেওয়া হবে না। এছাড়া জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। কারও পক্ষে কাজ করার কোন নজির কেন্দ্রীয় কমিটির নেই। তিনি আরো বলেন, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট একটি রুলস আনতে আদালতের দারস্থ হতে হবে। খুব শিগ্রই এটির বিষয়ে সমাধান আসবে।
পূর্ববর্তী পোস্ট