ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার প্রথম প্রহরের সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এ্যড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুময়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, চীপজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, সাতক্ষীরা সিভিল সার্জন সবিজুর রহমান প্রমুখ।
এরপর পুলিশ বিএনসিসিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদসদ্যদের সমন্বয়ে দৃষ্টি নন্দন কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.মোশারফ হোসেন মশু, জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন। এর আগে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের পক্ষd থেকে শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।