নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ৮ দলীয় শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সদরের ঝাউডাঙ্গা বল্ডফিল্ড মাঠে খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় যুবলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা বাবু সুব্রত পাল(সিআইপি)।
সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক বাবলুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান, জেলা ছাত্র লীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, গোলাম কিবরিয়া বাবু ও আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইনজা ও হাসানুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদুজ্জামান মধু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদপ্রার্থী জাহিদ হোসেন বাপ্পী, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা সঞ্জয় সাহাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যশোর বিমান বন্দর থেকে রিসিভ করে আনেন সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। বিকালে কয়েকশত মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ঝাউডাঙ্গা খেলার মাঠে যুবলীগ নেতা সুব্রত পালকে পৌঁছে দেন সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় শহরের ওয়ারিয়া ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে মাহমুদপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।
পূর্ববর্তী পোস্ট