মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালা উপজেলা সরকারী গুদামে ধান সংগ্রহের লক্ষে কৃষক নির্বাচন এর লটারী সম্পন্ন হয়েছে ৷
সোমবার(২৩মে ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনলাইন লটারী সম্পন্ন হয়৷ ১২টি ইউনিয়নে সর্বমোট ৫১৯ জন কৃষক নির্বাচিত হয়েছে ৷ এর মধ্যে ধানদিয়া ইউনিয়নে ২১ জন,নগরঘাটা ইউনিয়নে ৪২, সরুলিয়া ৩৭, খলিশখালী ৫৮,কুমিরা ৬৭ ইসলামকাটি ৪২,তেতুলিয়া ৭৩, তালা ২০,খলিলনগর ৩০,মাগুরা ৪১, জালালপুর ৬১ এবং খেশরায় ২৮ জন সর্বমোট ৫১৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন ৷ প্রত্যেক কৃষক ৩টন করে ধান গোডাউনে দিতে পারবেন ৷ এছাড়াও ৩১ আগষ্ট পর্যন্ত ধান প্রদান করার জন্য অন লাইনে আবেদন করতে পারবেন ৷
লটারী করার সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, ওসি এল এসডি মাসুদুর রেজা,পিআইও মোঃ ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুমানা আক্তার প্রমুখ উপস্হিত ছিলেন
পূর্ববর্তী পোস্ট