মোঃ আকবর হোসেন,তালাঃ
তালায় কপোতাক্ষ নদে পাখিমারা বিলে পুনরায় টিআরএম চালু,জমির ক্ষতিপূরনসহ মাগুরা নদীতে ব্রিজ নির্মানে পিলারের দুরত্ব বাড়ানোর দাবিতে পানি কমিটি কর্তৃক সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) তালা আইডি আরটি তে অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উত্তরন পরিচালক মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, তালা উপজেলার পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম,সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দারসহ স্হানীয় সাংবাদিকগন উপস্হিত ছিলেন৷
লিখিত বক্তব্যে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম বলেন, তালা উপজেলার খেশরা,জালালপুর ও মাগুরা ইউনিয়নে অবস্হিত পাখিমারা বিলে ২০১১ সালে ২৬২ কোটি টাকা ব্যায়ে টিআরএম কার্যক্রম চালু হয়, যার ফলে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ মুক্ত হয়, প্রায় ১৫লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয় ৷ কিন্ত দুঃখজনক বিষয় ২০২১ সালের এপ্রিল মাসে বিলের মধ্যে সংযোগ রক্ষাকারী খালটি বেঁধে দিয়ে, টিআরএম কার্যক্রম বন্ধ করে দেয়ার ফলে, নদীতে পলি জমে আবারও পানি নিস্কাশনের হুমকি সৃষ্টি হয়েছে ৷ অন্যদিকে ২০১১,২০১২ সালের দুই বৎসর ব্যতিত ২০১৩সাল হতে অদ্যবদি ১০ বৎসর যাবত অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরন না পাওয়ায় ফুসে উঠেছে ক্ষতিগ্রস্হ জমির মালিকরা৷
প্রিয় সাংবাদিক ভায়েরা, টিআরএম কার্যক্রম চালু রাখার জন্য ২য় পর্যায়ে ৫৩১ কোটি ৭লক্ষ টাকার প্রকল্পের কার্যক্রম ২০২০ সাল হতে শুরু হলেও, সবচেয়ে বেশী গুরত্বপূর্ণ পাখিমারা বিলে টিআরএম চালু করার উদ্যোগ এখনও নেয়া হয়নি, ফলে নদীতে বর্ধিতহারে পলি জমে ভরাট হওয়ার উপক্রম হতে চলেছে ৷ বর্তমানে টিআরএম চালু অব্যহত রাখার কোন বিকল্প নাই ৷
সাংবাদিক ভায়েরা, দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তালা মাগুরা কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মান কাজ চলমান রয়েছে ৷ তবে ব্রিজ নির্মানে যে দুরত্বে পিলার বসানো হচ্ছে, তাতে ভবিষ্যতে খননকৃত কপোতাক্ষ নদের নাব্যতা রক্ষা করা কঠিন হয়ে দাড়াবে ৷ এমতবস্হায় নদীর নাব্যতা রক্ষাকল্পে নদীর মধ্যে পিলারের দুরত্ব আরও বেশী বাড়ানোর প্রয়োজন ৷ সাংবাদিক সন্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জনগনের দাবী পাখিমারা বিলে জমির মালিকদের সকল ক্ষতিপূরন অর্থ পরিশোধ করে অবিলম্বে পূনরায় বিলে টিআরএম বা জোয়ারভাটা চালু রাখা, কপোতাক্ষ নদের উপর মাগুরার নির্মিতব্য ব্রীজের মধ্যে নদী অংশে পিলারের দুরত্ব বৃদ্ধি করার ব্যবস্হা গ্রহন ৷
সাংবাদিক ভায়েরা, আপনারা জানেন কপোতাক্ষ নদের নাব্যতার উপর অববাহিকার অধিবাসীদের জীবন-জীবিকার গভীর সম্পর্ক রয়েছে ৷ টিআরএম বন্ধ হওয়ায় এ নদী আবারও হুমকির মুখে পড়েছে এবং নদীর উপর নির্মিত ব্রীজের পিলার দুরত্বে স্হাপন না করে ব্রীজ নির্মিত হলে নদীর নাব্যতার হুমকি আরও বৃদ্ধি পাবে ৷ বিষয় দুটি জনগুরত্ব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য এলাকাবাসির পক্ষথেকে আপনাদের প্রতি বিনীত আহবান জানানো হচ্ছে ৷
পূর্ববর্তী পোস্ট