মোঃ আকবর হোসেন,তালা(সাতক্ষীরা) সংবাদদাতাঃ
“ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা-পাটকেলঘাটা খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো সংগ্রহ/২০২০-২০২১ মৌসুমে খাদ্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
রবিবার( ০৯ মে) তালা-পাটকেলঘাটা খাদ্য গুদামের ২০২০-২০২১ সালের ধান ও চাল সংগ্রহ ক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন
সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধূ, উপজেলা খাদ্য কর্মকর্তা গোপাল চন্দ্র্র দাশ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক আবুল হোসেন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, মিলার আলহাজ্জ মোঃ ইবাদুল ইসলাম, পাটকেলঘাটা মিল মালিক সমিতির সভাপতির খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জুসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ বৎসর ২৭৯৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ চলবে। আগে আসলে আগে ধান নেয়া হবে বলে জানিয়েছেন তালা পাটকেলঘাটা খাদ্য অফিসার মোঃ আবুল হোসেন।