মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালায় প্রথম বারের মত উপজেলা পর্যায়ে রাউন্ড ভিত্তিক, পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮ টায় তালা শিল্পকলা একাডেমিতে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়ক সরদার মশিয়ার রহমান৷ তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান ও সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন এর সার্বিক ব্যবস্হাপনায়, রাউন্ড ভিত্তিক এ প্রতিযোগীতায় উপস্হিত ছিলেন, উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবহান, আলহাজ্জ সরদার আবুল কাশেম প্রমুখ ৷ প্রতিযোগীতায় মোট ৪টি ভাগে অনুষ্ঠিত হয় ৷ কোরআন তেলাওয়াত ক ও খ বিভাগ এবং হামদ-নাত ক ও খ বিভাগ ৷ উপজেলার প্রায় দুইশত প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ প্রতিযোগীতা শেষে ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ব্যানারে রমজান মাসের পবিত্রতা রক্ষায় একটি র্ালী তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে ৷ উক্ত প্রতিযোগীতাটি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন উক্ত ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ গোলাম মোস্তফা, গ্রীনম্যান সভাপতি মোঃ ইমরান রাব্বি, উপজেলা জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা রবিউল ইসলাম, তালা যুব সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক পলাশ, মোঃ মহিবুল্লাহ, বুয়েট ছাত্র রিসান সালেহ প্রমুখ ৷ উল্লেখ্য যে উক্ত পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল আজ ২৪ মার্চ প্রকাশিত হবে।
পূর্ববর্তী পোস্ট