মীর ইমরান মাহমুদ:
তালায় প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (৭ জানুয়ারি)।
এ নির্বাচনে ৩১টি পদের মধ্যে ১৫ টি পদে প্রধান শিক্ষক ও ১৬ টি পদে সহকারী শিক্ষকরা সরাসরি র্নিবাচনে অংশগ্রহন করছেন। এতে ৩০ জন প্রধান শিক্ষক ও ৩৫ জন সহকারী শিক্ষকরা ৫ টি প্যানেলের বিভিন্ন পদে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে শেষমুহুর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক প্যানেলে নিহার-সাত্তার-সমীরন-রফিকুল প্যানেলে সভাপতি পদে লড়ছেন সরকার নিহার রঞ্জন ও সূর্য্য-আমিনুর-আদিত্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন সূর্য্য পাল। উভয় প্যানেল থেকে ১৫ জন করে প্রধান শিক্ষকরা বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এদিকে সহকারী শিক্ষক প্যানেলে কাসেম-বদিয়ার-আফজাল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাসেম সরদার ও মনজুর-দুলাল-রাজলক্ষী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মনজুর রহমান নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ দুটি প্যানেলেও ১৬ জনের পূর্ণাঙ্গ কমিটির প্রার্থীতা ঘোষনা করেছেন তারা। পাশাপাশি প্রবীর-খলিলুর-মিঠুন প্যানেল সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদকের ৩ টি পদে প্রার্থীতা ঘোষনা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
প্রধান শিক্ষক এস.এম লিয়াকত হোসেন জানান, আমরা চাই সুন্দর পরিবেশে নির্বাচনটা শেষ হোক। যারা শিক্ষকদের বিপদআপদে পাশে থাকতে পারবে, প্রয়োজনে এগিয়ে আসবে আমরা এমনই প্রতিনিধিই নির্বাচিত করতে চাই।
সহকারী শিক্ষক নাজমিন সুলতানা বলেন, মানসম্মত শিক্ষক, শিক্ষা উপকরণ ও শিক্ষা পরিবেশ। এই তিনটি উপাদানের মধ্যে শিক্ষকই একমাত্র চলক যার উপর অন্যান্য উপাদানের ভালমন্দ নির্ভর করে। তাই আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি, শিক্ষকবান্ধব প্রতিনিধি।
প্রধান নির্বাচন কমিশনার সোহারাব হোসেন জানান, সুষ্ঠভাবে নির্বাচন করার জন্য আমরা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামী শনিবার তালা সরকারি বিদে স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির এ নির্বাচনে ১৬৫ জন প্রধান শিক্ষক ও ৮৫৪ জন সহকারী শিক্ষক ভোট প্রদান করতে পারবেন। কোন ধরনের অপ্রতিকর ঘটনা কিংবা অভিযোগ ছাড়াই প্রতিটি প্যানেল সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে।