নিজেস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের নিকট থেকে স্থায়ী ইজরা নিয়ে দীর্ঘ দিন শান্তিপূর্নভাবে ভোগদখল করে ধান চাষ ও মৎস্য ঘের করে আসছেন তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত. শহর আলীর পুত্র সাদের আলী শেখ। কিন্তু তার ভোগদখলীয় জমির উপর কুদৃষ্টি পড়ে একই এলাকার সরফদ্দীন গংদের। কোন কারন ছাড়ায় উক্ত ঘেরের ভেড়ি বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে ফসল ও মাছের ক্ষতি করার অভিযোগে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে ফৌজদারি কার্য্যবিধির ১৪৫ ধারায় মামলা করেছে ভুক্তভোগী সাদের আলী। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত শহর আলি শেখের ছেলে সাদের আলি শেখ জেলা প্রশাসক মহোদয় থেকে গত ইং- ০২ মে ১৯৮৯ সালে ৩১৮৯/৮৮-৮৯ নং সাতক্ষীরা জেলার তালা থানার মুড়াগাছা মৌজার জে এল নং ৭৬, বর্তমান খতিয়ান ৩৫০, দাগ নং ১০৪০ জমির পরিমাণ ৬৬ শতাংশসহ হারিকৃত মোট ৪ বিঘা জমি ভোগ দখল করে আসছে। হঠাৎ করে সরফুদ্দিন গোলদার গংরা তার ঘেরের ভেড়ি কেঁটে দিয়ে লোনা পানি ঢুকিয়ে দিচ্ছে। যার ফলে তার ফসলের ও মাছ চাষের ব্যপক ক্ষতি হচ্ছে। এব্যাপারে সাদের আলী জানান, আমি গরীব মানুষ সরকারের নিকট থেকে এই জমিটি ইজরা নিয়ে ধান ও মাছ চাষ করে সংসার চালায়, কিন্তু সরফদ্দিনসহ কয়েক জন মিলে বাঁধ কেটে দিয়ে আমার অনেক ক্ষতি করছে। আমি এর প্রতিবাদ করলে আমিসহ আমার কলেজ পড়–য়া প্ত্রুকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে সরফদ্দীনগংরা। এব্যাপারে আমি স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের জানালেও কোন প্রতিকার পাইনি। তাই কোন উপয় না পেয়ে ৪ জনকে আসামী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি। আমি বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। এব্যাপারে অভিযুক্ত সরফদ্দীনগংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
পূর্ববর্তী পোস্ট