মোঃ আকবর হোসেন,তালাঃ ’’ দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা থাকবো সবার শীর্ষে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা সোনালী ব্যাংকের আয়োজনে গ্রাহক সেবা মাস মার্চ ২০২১ পালিত হয়েছে।
সোমবার(০১ মার্চ) তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাহিদুজ্জামান মিঠুর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, তালা সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কহিনুর ইসলাম, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, এশিয়া টিভির তালা উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন, ইউএনও অফিসের হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জমান, সাংবাদিক মামুন রেজা, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক নারায়ন চন্দ মজুমদার, এনজিও প্রতিনিধি দিপংকর দাশ, তালা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অরুন কুমার বাউলিয়া, সিনিয়র অফিসার ক্যাশ ত্রিদেব ঘোষ, সিনিয়র অফিসার বাসুদেব মন্ডল, সিনিয়র অফিসার ক্যাশ মুহসীন আলী, সিনিয়র অফিসার মোঃ আবুল কালাম আজাদসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা সোনালী ব্যাংকের ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাহিদুজ্জামান মিঠু, বক্তব্যে তিনি বলেন, গত ২০২০ সালে সোনালী ব্যাংক দেশের সকল ব্যাংক ছাড়িয়ে প্রভিট (লাভ) এর দিক থেকে বাংলাদেশে ব্যাংকিং খাতে প্রথম স্থান অধিকার করেছে। গত বৎসর ২হাজার ১শত পঁচাত্তর কোটি টাকা সোনালী ব্যাংক লাভ করেছে। গত বৎসর তালা সোনালী ব্যাংক সাতক্ষীর জেলার মধ্যে ২য় স্থান অধিকার করেছে। গত বৎসর তালা সোনালী ব্যাংক লাভ করেছে ৩কোটি সাড়ে ঘোল লক্ষ টাকার অধিক। সোনালী ব্যাংক প্রভিট এর দিক থেকে এগিয়ে গেলেও গ্রাহক সেবার মান বৃদ্ধি করার জন্য এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, তালা সোনালী ব্যাংকে কোন অনিয়ম দূনীতি সহ্য করা হবে না । কাহারো কোন সমাস্যা পরিলক্ষিত হলে সাথে সাথে আমার কাছে চলে আসবেন। কোন ক্রমেই গ্রাহক হয়রানী করা যাবেনা বলে হুসিয়ারী ব্যক্ত করেন তিনি।মোঃ আকবর হোসেন/ সাতক্ষীরা ট্রিবিউন।
পূর্ববর্তী পোস্ট