মোঃ আকবর হোসেন, তালাঃ
সাতক্ষীরা তালায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসূমে, কৃষি প্রণাদনা কার্যক্রমের আওতায়,
সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে (১৮০০ জন) কৃষকের বরাদ্ধকৃত বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷
বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে কৃষি প্রণাদনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পলাশ কান্তি রায়, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এস চৈতান্য দাশ, সাংবাদিকবৃন্দসহ প্রণোদনা নিতে আসা কৃষকবৃন্দ উপস্হিত ছিলেন৷ সর্বমোট ১৮০০ জন প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়৷ প্রতিজন কৃষককে ১কেজি সরিষার বীজ, ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ৷
পূর্ববর্তী পোস্ট