মোঃ আকবর হোসেন, তালাঃ
তালায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার তালা উপজেলায় ৯টি ভেনুতে সর্বমোট ৩ হাজার ৫ শত ১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের কেন্দ্রগুলোতে ন্যায় একযোগে এই উপজেলায় পরীক্ষা শুরু হয়। এরমধ্যে আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসিতে ৬টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এর মধ্যে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৬৬,কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩২৭, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় ২৪৪,খলিষখালী মাগুরা এস,সি কলেজিয়েট স্কুল ৪০৬, তালা ব্রজেন, দে সরকারী উচ্চ বিদ্যালয় ৫৬৬ এবং শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ে ৪২৩ জন শিক্ষার্থীসহ সর্বমোট ২৬৩২ জন এসএসসিতে অংশগ্রহন করে ৷ দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসায় ৩৯৮ ও তালা ফাযিল মাদ্রাসায় ৩১৫জন সর্বমোট ৭১৩ জন এবং এসএসসি ভোকেশনালে কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ে ১৬৮ জনসহ সর্বমোট ৩৫১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এ ছাত্র ১৯৮৩ ছাত্রী ১৫৩০ জন৷ অনুপস্হিত ৭৬ জন এর মধ্যে এসএসসি ২৪ জন,মাদ্রাসা ৪৭ এবং কারিগরি ৫ জন ৷
এ বিষয়ে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ জানান পরীক্ষা অত্যান্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে৷