মাছুম বিল্লাহঃ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে আজ বিকালে দেবনগর যুব সংঘ আয়োজিত এতিহ্যবাহী ১৬ দলীয় গাদন খেলার ফইনাল ম্যাচের আসর বসে। উক্ত ফইনাল খেলাটি দেখতে হাজার হাজার নারী ও পুরুষ সেখানে সমাবেত হয়। গাদন খেলায় কাশেমপুর ২-১ সেটে বালিথা দলকে পরাজিত করার গৌরব অর্জন করে।
আতীতে গ্রাম বাংলার মানুষের কাছে গাদন বা দড়িয়া বান্ধা খেলা খুব জনোপ্রিয় ছিল , কিন্তু কালের পরিক্রমায় তা হারিয়ে যেতে বসেছে।এই হারিয়ে যাওয়া গাদন খেলাটি মানুষের কলরবে কিছু সমায় হলেও লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে তার প্রাণ ফিরে পায়।এ খেলায় ১৬ দল অংশগ্রহন করে।দলগুলো হলো কাশেমপুর, দেবনগর, রাজনগর, গনপতিপুর, নারায়নপুর, চিড়াঘাট, ঝাপাঘাট,ভাটপাড়া,মকুন্দপুর,পাচনল, শিংনল,বালিথা,জোড়দিয়া,বেলেডাঙ্গা,বকচারা, দেবনগর এবং মেল্লেকপড়া। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ফজলুর রহমান। খেলায় বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে একটি খাসি ছাগল পুরষ্কার দেওয়া হয়। খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন আজহার উদ্দীন,আলমগীর হোসেন,বাবলুর রশিদ।এছাড়া ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বর মো: আসাদুজ্জমান আসাদ দেবনগর, ১৩ নং লাবাসা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এ্যাড:মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাংবাদিক মাছুম বিল্লাহ,আনিছুর রহমান, রবিউল ইসলাম, গোলাম ছামদানী প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট