নিজস্ব প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুসহ গত সাতদিনে করোনার টিকা নিয়েছে উপজেলার ৪২৯ জন। শনিবার বেলা সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাস প্রতিরোধক কোভিশিল্ড টিকা নেন প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার এএসআই রশিদুল আলম, এএসআই সোহেল উদ্দীনসহ ১১০ জন। দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম পর্যায়ে আমাদের যে পরিমান টিকা সরবরাহ করা হয়েছে তা থেকে আমরা উপজেলার তিনহাজার সাতশ ব্যাক্তিকে ভ্যাকসিন দিতে পারবো। শুরুর দিকে টিকা নিতে মানুষের আগ্রহ কম থাকলেও ক্রমশ মানুষ টিকা নিতে আগ্রহী হচ্ছেন। এপর্যন্ত উপজেলার প্রায় এক হাজার মানুষ কোভিশিল্ড টিকা নিতে অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন। তারমধ্যে গেল সাত দিনে মোট ৪২৯ জন করোনার টিকা নিয়েছেন। তিনি আরো বলেন, বর্তমানে নির্ধারিত সম্মুখ সারির করোনা যোদ্ধা এবং ৪০ বছরের উর্দ্ধে বয়স্কদের সম্পূর্ন বিনামুল্যে করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত দেবহাটাতে করোনার টিকা নিয়ে কারো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি, তাই সুরক্ষার জন্য সকলকে ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করারও পরামর্শ দেন তিনি।