নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার গণমানুষের মুখপত্র বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সম্পাদিত ও প্রকাশিত পত্রিকা দৈনিক কালের চিত্র’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় দেবহাটা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ভাবে কেঁক কেটে পত্রিকাটির ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পনের শুভক্ষণটি উদযাপন করা হয়। দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের চিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান শাওনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কেঁক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সাংবাদিক সজল ইসলাম, সুমন কুমার ঘোষ সুজন, লিটন ঘোষ বাপ্পী, ফরহাদ হোসেন সবুজ, এসকে অভি, রুহুল আমিন, আশিকুজ্জামান শিমুল, ডা. মনিরুল জামান, আসাদুজ্জামান সুমন, মীর শাহিন, আব্দুস সালামসহ উপজেলাতে কর্মরত সকল গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট