নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা এবং আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলাতে গৃহহীনদের জন্য দুই’শ বাসগৃহ নির্মানের জন্য উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ওসি’র প্রতিনিধি পিএসআই সুলাইমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, হিসাবরক্ষন অফিসার তুহিন আক্তার, মহিলা বিষয়ক অফিসার নাছরিন জাহান, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে সরকারি বেসরকারি প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ জনের পুষ্পার্ঘ্য অর্পনের নির্দেশনা, নির্দিষ্ট নিয়মে ও যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে একুশের চেতনা ও বঙ্গবন্ধু শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা সৈনিক মরহুম লুৎফর রহমান সরদারের প্রতি শ্রদ্ধা নিবেদন, উপজেলার প্রত্যেকটি মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ২২ ফেব্রুয়ারী সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ থেকে দেবহাটা কলেজ পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় সকলের রেজিষ্ট্রেশন ও অংশগ্রহনের বিষয়েও আলোচনা করা হয়। পরবর্তীতে টাস্কফোর্স কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরনে উপজেলার দুইশ গৃহহীণ ও ভূমিহীন পরিবারের জন্য নতুন করে সরকারি বরাদ্দে বাসগৃহ নির্মান সুষ্ঠভাবে সম্পন্নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পূর্ববর্তী পোস্ট