নিজস্ব প্রতিবেদক ঃ পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। ২৪ জুলাই সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কাটাখালী গ্রামের আব্দুস সামাদ মল্লিকের পুত্র রুহুল আমিন (৩৬), মৃত ফজলে রহমান মল্লিকের দুই পুত্র আব্দুস সাত্তার (৬৫) ও আব্দুস সামাদ (৫৫)।
ঘটনা সূত্রে জানা যায়, ১ নং ধানদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মসজিদের পাশে অবস্থিত আহত ব্যক্তিদের জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছিল একই এলাকার মৃত আমির আলী মল্লিকের পুুত্র আব্দুস সবুর ও আব্দুর রউফ, আফসার আলী মল্লিকের পুত্র ওবায়দার মল্লিক, মোজ্জাম্মেল মল্লিকের পুত্র রফিক মল্লিক, আসারাত মল্লিক এর পুত্র খায়রুল মল্লিক, মৃত আফসার মল্লিকের পুত্র আবদার মল্লিক, মৃত রমজান মল্লিকের পুত্র বাশারাত মল্লিক ও মোশাররফ মল্লিক, মোজাম্মেল মল্লিকের পুত্র মফিজুল মল্লিক,। এ ঘটনায় প্রতিবাদ করলে জমির মালিক আব্দুস সামাদ মল্লিকের পুত্র রুহুল আমিন (৩৬), মৃত ফজলে রহমান মল্লিকের দুই পুত্র আব্দুস সাত্তার (৬৫) ও আব্দুস সামাদ (৫৫) গনদের উপরে বাড়িতে যেয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলকারীরা অতর্কিত হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হয়ে রুহুল আমিন, আব্দুস সাত্তার ও আব্দুস সামাদ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে রুহুল আমিন বর্তমানে আশাশঙ্কাজন অবস্থায় রয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানান।
হামলার স্বীকার ব্যক্তিরা দোসীদের সঠিক বিচারের জন্য তদন্ত পূর্বক সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির স্বজনরা পাটকেলঘাটা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানান।