স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার শ্রমিকদের অফিস উচ্ছেদের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় মুন্সিগঞ্জের হরিনগর বাজারে ফেডারেশনের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি জামাল হোসেন,সাধারণ সম্পাদক আবুজার গাজী, সহ-সভাপতি বিশ্বনাথ সাংগঠনিক সম্পাদক শ্রী জগদিস মন্ডল , সহ- সাংগঠনিক সম্পাদক জি এম আজিজুল হক, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, নাজমুল হোসেন, শ্রী ভবোনাথ মন্ডল, কার্যকরী সদস্য বাবু নিহার মন্ডল, বাবু ভুসন সরদার, বাবু দেব্রতো মন্ডল, শাহাজান সরদার প্রমুখ। এসময় সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যালয়কে মন্দিরের জায়গা বলে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে । কিন্তু প্রকৃতপক্ষে অত্র মন্দিরটি সংগঠনের কার্যালয় হইতে ৫শত গজ দূরে অবস্থিত। কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের বসার জায়গাকে দখলের জন্য মন্দিরের জায়গা বলে অপপ্রচার চালাচ্ছে অত্র এলাকার কিছু ভূমিদস্যুচক্র। এসময় তারা আরো বলেন, অত্র সংগঠনে হিন্দু ও মুসলিম শ্রমিক ভাইরা সদস্য হিসেবে আছে। যদি কার্যালায়টি মন্দিরের জায়গায় থাকতো তাহলে হিন্দু শ্রমিক ভাইরা আমাদের বিরুদ্ধে ফুঁসে উঠতো। তাই যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থার দাবী জানিয়েছেন শ্রমিকরা।