শাহীন আলম, বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার ১০নং আগোরদাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় জন সাধারণের ১০০ বছরের চলাচলের রাস্তার মাটি কেটে জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও সরোজমিন সূত্রে জানা গেছে, আগোরদাড়ী পশ্চিমপাড়ার ইমান আলী তরফদার এর বাড়ি থেকে জবেদ আলীর বাড়ী পর্যন্ত প্রায় ১০০ বছরের জন সাধারণের চলাচলের রাস্তার মাটি কেটে নিজেদের স্বার্থের জন্য জবর দখলের পায়তারা করছে একই এলাকার নূর ইসলাম দফাদারের পুত্র গোলাম সরোয়ার, গোলাম রসুল, গোলাম কুদ্দুস, মাসুম বিল্লাহ। এব্যাপারে আগোরদাড়ী ১নং ওয়ার্ডের বারবার নির্বাচিত স্থানীয় মেম্বার আনারুল ইসলাম এ প্রতিবেদক কে জানান আগোরদাড়ী পশ্চিমপাড়ার অধিকাংশ লোক উক্ত রাস্তাটি দিয়ে মাঠের লাগানো ধান, পাট, সারিশা ইত্যাদি ফসল আনাওয়ান করে থাকে। ইউপি সদস্য আরো জানান আমি ২৩/২৪ বছর ধরে এলাকার জন সাধারণের সুখ দুঃখের সাথী হয়ে আছি। উক্ত রাস্তাটির দুপার্শ্বে প্রায় ২শত লোক ঘর বাড়ি বেধে শান্তি পূর্ণভাবে বসবাস করিতেছে, আর এদেরই একমাত্র চলাচলের পথ হচ্ছে রাস্তাটি। আমার নিজের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় রাস্তাটি যাতায়তের জন্য রেকর্ডেয় জমির মালিকগণ ইমান আলী, ইয়াকুব আলী, মুজিদ, খালেক, মালেক, হামিদ, মাসুদ, আবু বক্কর, জিয়াদ আলী, আনছার উদ্দীন সহ আরো অনেকের নিকট থেকে জমি নিয়ে রাস্তাটি প্রায় ৮ ফুট চওড়া করে ইউনিয়ন পরিষদের সহযোগীতায় প্রতি বছর কর্ম সূচির লোক দিয়ে রাস্তাটিতে মাটি দেই। কিন্তু নূর ইসলাম দফাদারের পুত্র গং উক্ত রাস্তার মাটি কেটে নিজেদের স্বার্থের জন্য তাদের নিজেদের জায়গায় মাটি ভরাট করেছে। স্থানীয় ভুক্তভোগী লোকজন তাদের মাটি কাটা কাজে বাধা দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করতে উদ্দীত হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে, এ রাস্তার উপর একটি বড় শিশু গাছ ছিল যা তারা নিজেরা কেটে আত্মসাৎ করেছে। ভুক্তভোগী এলাকাবাসী রাস্তাটি দিয়ে যাতায়ত সহ ন্যায় বিচারের জন্য প্রশাসনের আশু হস্থক্ষেম কামনা করেছেন।