প্রেস রিসিজ : ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবয় সমিতির কমিটি এক বছর ধরে সাতক্ষীরা জেলা সমবয় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রত্যেকবার তিনমাসের আহবায়ক কমিটি দিয়ে ৫ লক্ষ টাকা নিচ্ছে বলে ভোমরা ট্রান্সপোর্ট মালিকরা জানান যে, তারা প্রত্যেকদিন সমিতিতে প্রত্যেক গাড়ী প্রতি ৩০ টাকা করে সঞ্চয় করেন। তারা
আরোও বলেন, প্রত্যেক দিন ৩৫০ থেকে ৪০০ মত গাড়ির টাকা সঞ্চয় হয় সমিতিতে। এ পর্যন্ত সমিতির সঞ্চয় টাকা আহবায়ক কমিটির নেতা ও সদর উপজেলা সমবয় কর্মকর্তা মো. করিমুল হক একসাথে ভোগ করেন। এই নিয়ে ভোমরা স্থল বন্দরে চরম অসন্তোষ বিরাজ করছে। যে কোন সময় ব্যাপক সংঘষ হতে পাওে বলে ট্রান্সপোর্ট মালিকরা জানিয়েছেন। যে কোন ঘটনা ঘটলে সব দায় দায়িত্ব জেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও সদর উপজেলা কর্মকর্তা মো. করিমুল হকের উপর পড়বে বলে ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম জানিয়েছেন।
উল্লেখ্য নির্বাচন কমিশন কতৃক নির্বাচিত কমিটির সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজার কমিটি বাতিল করে ৫ লক্ষ টাকার বিনিময়ে নতুন ৩ সদস্যর আহবায়ক কমিটি গঠন করে।