ফিরোজ হোসেন, সাতক্ষীরা :: সাতক্ষীরায় নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এমপি বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে।বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ই- পাসপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক ভোমরা ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে স্থলবন্দরসমূহ আজ আরও একধাপ এগিয়ে গেল। শেখ হাসিনা সরকারের আগে যদি প্রেতাত্মারা ক্ষমতায় না থাকতো বাংলাদেশ আরো এগিয়ে যেত।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন ( ভার্চুয়াল) পরিচালক ফিলিপ ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর সিদ্দিকী।
এসময় ভোমরা স্থলবন্দরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।