ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃঃ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বিচারকর্ম একটি বড় মাপের শিল্প। বিচারকদের কাজ বিচার করা কিন্তু ন্যায় বিচার করতে গেলে অধিকতর যোগ্য হয়ে উঠতে হবে। তিনি আরও বলেন, কেবল সহানুভূতি নয়, বিচারপ্রার্থীদের জন্য সমঅনুভূতি ধারণ করতে হবে। স্বদিচ্ছা, সততা ও সক্রিয় থাকলে যেকোন অসম্ভবকে সম্ভব করা সহজ। তিনি বলেন, আমাদের সকলের টার্গেট হচ্চে বিচারপ্রার্থী জনগণ এবং সাধারণ লক্ষ্য ন্যায় বিচার সু-নিশ্চিত করা। মানুষের ন্যায় বিচার প্রাপ্তির আকাক্সক্ষা চিরদিনের, সার্বজনীন। কিন্তু দীর্ঘদিন বিলম্বে প্রাপ্ত বিচারকে ন্যায় বিচার বলা যাবেনা। তিনি আরও বলেন, একজন বিচারক শুধু ন্যায় বিচার করলেই হবেনা, তাকে দেখাতে হবে তিনি ন্যায় বিচার করছেন। বিচারকর্ম বিভাগ কেবল একটি সরকারি কার্যালয় নয়, এটা সংবিধানে সংজ্ঞায়িত বিভাগ, যে কারণে বিচার বিভাগকে সহায়তা করা সরকারের সকল বিভাগের সাংবিধানিক দায়িত্ব।
তিনি রবিবার সকালে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ। এছাড়া বক্তব্য রাখেন, পিপি এড. আব্দুল লতিফসহ বিচারকবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মমর্তাগণ ও কোর্ট ইন্সপেক্টরসহ অনেকে।