মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালা উপজেলায় সোমবার (৫ এপ্রিল) করোনা প্রতিরোধ কল্পে লকডাউনের প্রথম দিন ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৮ টি মামলা ও ২৫ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ও সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান।
তালা উপজেলার বিভিন্ন স্হান অভিযান পরিচালনাকালে এ মামলা ও জরিমানা আদায় করা হয়। করোনা মোকাবিলা করতে স্বাস্হ বিধি না মানলে, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মামলা ও জরিমানা আদায় করা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
এ সময় সাধারণ মানুষকে করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালত কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে হুসিয়ারী ব্যক্ত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । করোনা ভাইরাস প্রতিরোধে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ।