মোঃ আকবর হোসেন, তালাঃ
সাতক্ষীরা তালায় অনঅনুমোদিত বেপরোয়া যান লরির চাকায় পিষ্ঠ হয়ে সন্ধা ৬টায় ঈশানশীল নামের ১২ বৎসরের (৬ষ্ঠ শ্রেণীর) এক এক শিশুর করুন মৃত্য হয়েছে। সে আশাশুনি উপজেলার মহিষা ডাংগা গ্রামের পংকজ শিল এর পুত্র।
ঘটনাটি ঘটেছে তালা উপজেলার খেশরা মেশের ডাংগা মোড়। তবে এ মৃত্যুতে থানায় কোন মামলা করা হয়নি, ঘাতক যানটি আটক করা হয়নি, ঘাতক ড়্র্াইভার উন্মুক্ত। জনমনে চরম চাপা ক্ষোপ বিরাজ করছে। উল্লেখ্য, ২৪ এপ্রিল সন্ধায় ৬টায় লরির চাপায় শিশুটি মৃত্যু হয় এবং দফারফায় তাড়া হুড়ো করে রাত্র ১২ টায় দিকে ময়না তদন্ত ছাড়াই দাহু করা হয়।
স্থ্ানীয়রা জানান, এই গাড়ীটির রাস্তায় চলাচলের কোন অনুমতি না থাকলেও সব সময় বেপরোয়া ভাবে চলাচল করে। গাড়ীটির মালিক ক্ষমতাশীল হওয়ায় ভয়ে কেই মুখ খুলতে চায় না। এছাড়াও অনঅনুমোদিন ইট ভর্তি লরিটি অত্যান্ত দ্রুত গতিতে চলছিলো লরিটি অদ্যক্ষ চালক দিয়ে চালানো হয়েছিলো। ছেলেটি পথে দাড়ানো অবস্থায় ছিলো, এ সময় লরিটি ছেলেটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত্যু নিয়ে চলছে চরম উৎকন্ঠা। কেননা বেপরোয়া অননুমোদিত যান একজন শিক্ষাথীীর চাপা দিয়ে মৃত্যুর পরেও কোন মামলা হলো না। নুন্যতম গাড়ীটিকেও আটক করা হলো না। তাহাছাড়া কোন প্রকার ময়না তদন্ত ছাড়াও রাত্র ১২টার দিকে দাহ করা হলো। কেন তাড়াহুড়া করে রাত্রে দাহ করা হলো এমন প্রশ্ন প্রশাসনের কাছে। স্থানীয়রা আরও জানান, লরিটির মালিক টাকা ওয়ালা হওয়ার কারনে মৃত্যুর পরিবার এর কোন বিচার পাবে না। আইন সব সময় ক্ষমতাবান ও টাকা ওয়ালারদোর পক্ষে থাকে এটা তার বড় প্রমান। লরিটির মালিক তালার বিশিষ্ট ব্যক্তিত তালার জালালপুর ইউনিয়নের জেঠুয়া মুন ব্রিকস এর মালিক ইন্দ্রজিত দাশ বাপি।
এ বিষয়ে, তালা থানার ওসি( তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, মৃত্যু ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ না করায় কোন কার্যক্রম করা হয়নি।