নিজস্ব প্রতিনিধি: চারিদিকে শীতল হাওয়া। ঠাণ্ডা বাতাসের দাপট আর কুয়াশাজড়ানো জনজীবনে শীত যেন জেঁকে ধরেছে।
শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বৃহৎ মানবিক সংগঠন ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন’।
শুক্রবার গভীর রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়দের মাঝে তারা এসব বিতরণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ- পরিচালক শেখ সাব্বির রহমান, মেহেদী হাসান, শেখ মমরেজ আলম, শান্ত ইসলাম, ইমন হোসেনসহ সংগঠনের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সহ-পরিচালক শেখ সাব্বির রহমান জানান, কম্বল বিতরণের এ কার্যক্রম আমাদের অব্যহত আছে। ধাপে ধাপে আমরা আরো বেশ কিছু শীতের পোশাক ও কম্বল এ জনপদের অসহায় মানুষদের মাঝে বিতরণ করবো।
পরিচালক শেখ নাহিদ বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। তাই আমরা অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।