আনিসুর রহমান ঃ
শ্যামনগর উপজেলার কলবাড়ী আকাশলীনা ইকো ট্যুরিজম গ্রন্থাগার ঘরটির সাইনবোর্ড রাতের আধারে সরিয়ে সংশিষ্ট কতৃর্পক্ষের সহযোগিতায় ব্যক্তি মালিকানায় দখল হতে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবিহিত করলেও অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহন করেননি। এ বিষয়ে শ্যামনগরের সুধীজন জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তথ্যনুসন্ধানে জানা গেছে ২০১৯ সালে তৎকালীন এসিল্যান্ড সুজন সরকার কলবাড়ী বাজারের খাস জায়গায় ঘরটি করেছিলেন। ঐ সময় ঘর নির্মান এর সময় আকাশলীনা ইকো ট্যুরিজম গ্রন্থাগার এর সাইন বোর্ড দেওয়া হয়েছিল। ঘরটি সম্পূর্ণ নির্মান এর পরও সাইনবোর্ডটি ঘরের গায়ে টানানো ছিল। বিগত এসিল্যান্ড মোহাম্মদ শহীদুলাহ মোটা অংকের টাকার বিনিময়ে বর্তমান বুড়িগোয়ালিনী ভূমি কর্মকর্তা কামাল হোসেন এর মাধ্যমে রাতারাতি সাইনবোর্ডটি সরিয়ে পাবলিকের দখলে দেওয়ার পায়তারা চলছে। এ ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন কে অবহিত করলেও তিনি অজ্ঞাত কারনে সাইনবোর্ড লাগানো সহ কোন পদক্ষেপ নেননি।
পূর্ববর্তী পোস্ট