শেখ কামরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির সকল ভেদাভেদ ভুলে একই মঞ্চে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. ইফতেখার আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হবি, সদস্য সচিব আব্দুল আলীম, সদস্য আব্দুল ওয়াহেদ, শেখ সিরাজুল ইসলাম, আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, তাজকিন আহমেদ চিশতি, শের আলী, মহিউদ্দিন, রুহুল কুদ্দুস, আব্দুস সামাদ, আবু জাহিদ ডাবলু, সোহেল আহমেদ মানিক, ফরিদা আক্তার বিউটি, খুরশিদ জাহান শিলা, আহসানুল কাদির স্বপন, মো. আসিফুর রহমান তুহিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এখন বসে থাকার সময় নেই, জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে এবং কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবী এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার মামলা প্রত্যাহার করার দাবী জানান। সেই সাথে সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবীবকে নি:শর্ত মুক্তির দাবী জানান বক্তারা। বক্তারা বলেন, এখন থেকে জেলা বিএনপির সকল কর্মসূচি একই ব্যানারে পালন করা হবে বলে জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট