স্টাফ রিপোর্টারঃ
জার্মান সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে উন্নয়ন সহযোগিতার সম্পর্ক জলবায়ু পরির্বতন এবং উন্নয়নের আলোকে কেমন চলছে এবং ভবিষ্যতে কেমন হওয়া উচিত এবিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভার সেমিনার কক্ষে এ অভিমত মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মি: ফ্লোরিয়ান হলেন, বিশেষ অতিথি হিসেবে মত বিনিময় করেন ক্লাস্টার কো-অর্ডিনেটর, ক্লাইমেট চেঞ্জ ও সাসটেইনএবল আরবান ডেভেলপমেন্ট , জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা, জিআইজেড এর প্রতিনিধি ডক্টর ডানা দিলা ফন্টিয়ানো। এসময় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ক্লাইমেট চেঞ্জ ও সাসটেইনএবল আরবান ডেভেলপমেন্ট , জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা, জিআইজেড পোর্ট ফলিও ম্যানেজার এম এস জোয়ানা হেলমস, জিআইজেড এর ইউএমআইএমসিসি প্রজেক্ট এডভাইজার মেহেদী হাসান।
জলবায়ু পরির্বতন এবং উন্নয়নের আলোকে আলোচনা, জার্মান সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে উন্নয়ন সহযোগিতা কেমন চলছে এবং ভবিষ্যতে কেমন হওয়া উচিত এবিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর যথা জাহাঙ্গীর হোসেন কালু,শফিকুল আলম বাবু, কায়ছারুজ্জামান হিমেলসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সমগ্র সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী অফিসার নাজিম উদ্দিন ।
আলোচনা সভা শেষে মি: ফ্লোরিয়ান হোলিন ও ডক্টর ডানা দি লা ফন্টিয়ানোসহ সফরতটিম জিআইজেড এর চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।