শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০ বতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । সদর থানা পুলিশ সূত্রে জানাযায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামানে তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ১৪ ই জানুয়ারি থানার বিশেষ অভিযান টিমের এসআই মিঠুন মজুমদার এএসআই রাকিবুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ ভোর ০৪:৪৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এইরূপ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন বৈকারী ইউনিয়নের খলিলনগর বল ফিল্ডের পশ্চিম পাশে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজনের সম্মুখে উক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল যার মূল্য অনুমান ০১ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পলাতক আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।