নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আখড়াখোলা বাজারে এর মালিকের কাছ থেকে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। সোমবার(এপ্রিল) রাত ৮টায় আখড়াখোলা বাজারে এ ঘটনা ঘটে। ছিনতায়ের শিকার মহিদুল ইসলাম মিলনকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, শিবনগর টুঙ্গিরবিলে ২৪০ বিঘা জমি হারি নিয়ে ১১৩ জন অংশীদার মিলে বিসমিল্লাহ মৎস ঘের নামে একটি ঘের পরিচালনা করে আসছিলেন। দেশটির আয় ব্যয়ের হিসাব দেখভাল করতেন মহিদুল ইসলাম মিলন। সোমবার আখড়াখোলা বাজারের ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ মৎস্য প্রজেক্ট এর অফিসে রাত আটটার দিকে ওই ঘেরের জমির মালিক মজনুহার রহমান ও তার দুই ছেলে শিহাব হোসেন পল্টু ও সাইফুর রহমান হিল্টু উপস্থিত হয়ে মহিদুল ইসলাম মিলনের সাথে তুচ্ছ ঘটনায় বাক-বিতন্ডায় জড়ান। একপর্যায়ে শিহাবের নেতৃত্বে বাকিরা সবাই মিলনকে বেধড়ক মারপিট করে। এ সময় মিলনের একটি ব্যাগে রক্ষিত ওই মৎস্য প্রজেক্টে মাছের পোনা ছাড়ার জন্য রাখা সাড়ে নয় লাখ টাকা শিহাব ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মিলনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মহিদুল ইসলাম মিলনের ভাই আব্দুল হক বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে, ঘটনার পরপরই রাতে কর্মস্থলের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন শিহাব। এ সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিহাবের পিতা মজনুহার রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিহাব সব সামলে নেবে।’ অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, ‘অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’