আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা স্বাস্থ উন্নয়ন আহবায়ক কমিটির প্রথম সভা, সাতক্ষীরা আরা এনজিও অফিসে উক্ত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লা বিশ্বাসের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় গতকাল বিকাল ৪টার সময় অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেনÑসংগঠনের মূল নীতির উপরে বিশ্বাস রেখে সাতক্ষীরার ২৫ লক্ষ মানুষের সুস্বাস্থ নিশ্চিতের লক্ষ্যে ও স্বাস্থ খাতের দুর্নীতি লুটপাটের প্রতিবাদে সহায়ক হিসাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, সরকারি হাসপাতাল থেকে সাতক্ষীরার মানুষ সরকার প্রদত্ত্ব সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেসব বঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে সুস্বাস্থ নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটির মূল উদ্দেশ্য। সাথে সাথে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নানা প্রকার দুর্নীতির কথা তুলে ধরে বক্তাগণ বলেন,-বেসরকারি ক্লিনিকে যে ধরনের সেবা ডাক্তার দিয়ে থাকে তার ১০ ভাগও সরকারি হাসপাতাল থেকে অসুস্থ রোগীরা সেবা পায় না এবং সরকারি কর্মরত ডাক্তার সহ কর্মচারীরা সরকার নির্ধারিত অফিস সময়ে অফিসে না গিয়ে ব্যক্তিগত ক্লিনিকে ব্যস্ত থাকেন। এসবের প্রতিবাদে আগামী ২২ আগষ্ট সকাল ১১টার সময় সাতক্ষীরা খুলনা রোড মোড় সদর হাসপাতালের সামনে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এসয় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ঈদ্রিস আলী, জাসদ নেতা দিদারুল আলম হেলাল, আশরাফ সরদার, মোঃ সোহরাব হোসেন, মোঃ শাহজাহান আলী(মিটন), মাসুদ রানা, মোঃ মুজাহিদ, বিপুল মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।