ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর ও দেবহাটা ২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় সদর ও দেবহাটা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের নিকট থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলহাজ্ব আব্দুর রউফ। মনোনয়ন ফরম সংগ্রহ করায় সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, প্রার্থীর দৌহিত্রদ্বয় সামীর সোয়েব রাদমির ও আব্দুল্লাহ আল সিয়ামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
