ফিরোজ হোসেন, সাতক্ষীরা : প্রত্যেক সরকারই সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন করেছে। অনিয়মের বিরুদ্ধে খবর প্রকাশ করলেই সাংবাদিকদের উপর খড়গ নেমে আসে। এখন আর মুক্তভাবে সাংবাদিকরা লিখতে পারে না। রাষ্ট্র
আইন তৈরি করে সাংবাদিকদের কলমকে বাধাগ্রস্ত করা করেছে । শুক্রবার সকাল সাড়ে ১০ টায়
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব বলেন। বক্তারা আরো বলেন, কর্পোরেট পুজির কাছে গণমাধ্যম জিম্মি হয়ে আছে। তাদের ব্যবসায়ীক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করছে। যে কারনে গণমাধ্যম বাধাগ্রস্ত হচ্ছে, সাথে সাংবাদিকতাও বাধাগ্রস্ত হচ্ছে। আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবুল কাশেম, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আমিনা বিলকিস ময়না, সাংবাদিক সেলিম রেজা মুকুল, আসাদুজ্জামান মধু, হোসেন আলী প্রমুখ। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাব বিভাজন করে উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে। তাই জেলার উন্নয়নের জন্য অতিদ্রুত সকল সাংবাদিকদের একটি প্লাটফর্মে নিয়ে আসার আহবান জানান আলোচনা সভায় বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়ছার সুমন।
পূর্ববর্তী পোস্ট