ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পারুলিয়া জেলিয়া পাড়া এলাকা হতে ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী ) রাত ২. ৩৫ এর সময় র্যাব-৬ ,সিপিসি এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা হতে অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্য হতে ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক দ্রব্য কাজে ব্যবহৃত একটি ট্রাক, ও মাদক ব্যবসায়ী মো. মহসিন ও মজিবুল্লাহকে আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি ১লক্ষ ৫০ হাজার টাকা।
আকটকৃতরা হলেন, চট্রগ্রাম জেলার হালিশহর থানার গলিচিপার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মহসিন (৪৫) অপরজন কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়া পাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহকে ( ৩৫)। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সিম কার্ড, চট্রগ্রাম মেট্র- ট- ১১- ৯১২ নম্বরের ৬ চাকার ট্রাক এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকা উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী ২ জন ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভারের অন্তরালে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী ২ জন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।