বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আওয়ামী লীগ কর্মীদের উপর বি এন পির কর্মীদের হামলা- আহত একাধিক, উভয় পক্ষের থানায় অভিযোগ দায়ের ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় কাজলা হাটখোলা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।কারণ হিসেবে প্রত্যক্ষদশীরা জানায়, নলতা ইউনিয়ন নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ভোট করে বিএনপির প্রার্থী আজিজুর রহমানের কাছে পরাজিত হয়। তার পর থেকে বিরোধী পক্ষ বিভিন্ন সময় আওয়ামী লীগ কর্মী দের উদ্দেশ্য প্রণীত ভাবে বিভিন্ন কথা বার্তা বলতে থাকে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে সাবেক ছাত্রলীগ কর্মী নাঈম হোসেন কে উদেশ্য করে বাজে মন্তব্য করতে থাকে চেয়ারম্যানের আত্নীয় রাসেল। সেটা কে কেন্দ্র করে দুই জনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। এই ছোট্ট ঘটনা কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এক জায়গায় হলে রাসেল চেয়ারম্যান আজিজুর রহমানের কাছে ফোন দিলে তিনি ঘটনাস্থলে ৪০০-৫০০ জনের একটা বিশাল বাহিনী পাঠিয়ে দেয়। এ বাহিনী ইন্দ্রনগর মোড় এ থাকা আওয়ামী লীগ কর্মী দের উপর হামলা করে। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া লাঠিপেটা চলতে থাকে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় ৪ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়। পুলিশের কঠোর নজরদারির কারণে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দুপক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে ।কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে ঘটনা সঠিক ভাবে তদন্দপূর্বক অপরাধী দের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।