ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরায় কোভিড ১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, পুরোহিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সুশীলন সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সুশীলন অফিস সাতক্ষীরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুশীলন সাতক্ষীরার সহকারী পরিচালক জি. এম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবার রহমান । এসময় উপস্থিত ছিলেন সুশীলন জেলা সমন্বয় কর্মকর্তা আব্দুল হাকিম, কোভিড ১৯ আরসিসিই’র প্রকল্পের সমন্বয়কারী আবু হাসান। মতবিনিময় সভায় মসজিদের ইমাম, প্রধান শিক্ষক, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার, পুরোহীত ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, করোনা প্রতিরোধে দ্রুত টিকা নিতে হবে। করোনার টিকা না নেওয়া হলে দেশের ক্ষতি হবে। করোনা টিকা নিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বক্তারা আরো বলেন, দেশের স্বার্থে ইমাম, শিক্ষক ও পুরোহিতদের টিকা গ্রহন করতে জনগন উদ্বুদ্ধ করতে হবে। টিকা সম্পর্কে কুসংস্কারে কান না দিয়ে জনগনকে টিকা নিতে হবে।