মাসুদ রানা,সাতক্ষীরা ঃ
জলবায়ু পরিবর্তনে শিশুরা কোন ভাবেই দায়ি নয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিশুরা কেন ক্ষতির সম্মুখীন হবে?এমন প্রশ্নকে সামনে রেখে আজ সকাল ১০ টা-১টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার গাভা এ কে মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সাথে জলবায়ু বিষয়ক Generation Hope, Child hearing নামক ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।শুরুতেই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুচনা বক্তব্যের মধ্য দিয়ে ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেন।তার পর ফ্যাসিলিটররা জলবায়ু পরিবর্তনের ফলে শিশুরা কীভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে, কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেগুলো শিশুদের মুখ থেকে শোনেন।তাছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিশুদের জন্য নিতীনির্ধারক দের আর কি কি করার আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রত্যেক অংশ গ্রহণ কারী শিশুদের সার্টিফিকেট ও ব্যাজ প্রদান করা হয়।
Genration Hope campaign
Child Hearing 2022
Listening to the future. প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে, জলবায়ু পরিবর্তনে শিশুরা কোন ভাবেই দায়ি নয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিশুরা কেন ক্ষতির সম্মুখীন হবে? শিশুদের মুখ থেকে এই বিষয়সম্পর্কে তুলে আনাই child hearing.এই ক্যাম্পেইন পরিচালনার জন্য ব্রেকিং দ্য সাইলেন্স নামক বেসরকারি সংস্হার বেশ কিছু ইয়ুথ ফ্যাসিলিটর মাঠ পর্যায়ে কাজ করছে।
ক্যাম্পেইনের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করছে Save the children.
পূর্ববর্তী পোস্ট