ফিরোজ হোসেন, সাতক্ষীরা ” আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা নিউ মার্কেট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায়
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুল্লাহ আল আমিন। আলোচনা সভায় বীমা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন মেট লাইফ মোড়ল এজেন্সি সাতক্ষীরার ম্যানেজার ফারুকুজ্জামান, এর আর বি ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো. হযরত আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন বীমায় মানুষের আস্থা নেই। গ্রাহকদের টাকা সময়মত ফিরিয়ে দেওয়া হয় না। যে কারনে সাধারণ জনগন বীমায় আস্থা হারায়। এছাড়া গ্রাহকের নিকট মিথ্যা তথ্য দিয়ে বীমা করানো হয়। অনেকে পরে টাকা উত্তোলন করতে যেয়ে বিভিন্ন ধরনের হয়রানীর স্বীকার হয়।