মসিউর রহমান ফিরোজঃ সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে বাস মিনিবাস শ্রমিকরা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে শতাধিক শ্রমিক ত্রাণের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মোঃ সাইফুল ইসলাম, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে সাতক্ষীরার বাস মিনিবাস শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের আহবান জানান।
বক্তারা আরো বলেন, করোনায় সরকার ঘোষিত টানা ১৭ দিনের লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরায় ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বড়াননি। বক্তারা এসময় সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মসিউর রহমান ফিরোজ ২২.০৪.২০২১ ০১৭১১ ৫৭৯৮২৯ / ০১৯১১ ৩৩১৩২০
সাতক্ষীরায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার
মসিউর রহমান ফিরোজ সাতক্ষীরা জেলা সংবাদদাতা:-
সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার একটি আম বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শহরের গডরেকান্দা ফুলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর জেসমিন আরা (৩২) সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা ও গড়েরকান্দা গ্রামের ওবায়দুলাহর স্ত্রী।
এলাকাবাসি জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে একটি গাছের সাথে ঝুলান্ত অবস্থায় জেসমিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর সদর থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, গতকাল মাঠ থেকে কেটে আনা ধান ওঠানো-নামানো নিয়ে তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এরপর রাতে কোন এক সময় তিনি স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুজ্জামান শামস ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
মসিউর রহমান ফিরোজ ২২.০৪.২০২১ ০১৭১১ ৫৭৯৮২৯ / ০১৯১১ ৩৩১৩২০