নিজস্ব প্রতিনিধি: ‘ধর্ষণ চেষ্টার মামলা করার সাধ মিটিয়ে দেবো’ এই হুংকার দিয়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়লো গৃহবধূ হাসিনা খাতুনের পরিবারের ওপর। তারা হাসিনা, তার মা মনোয়ারা ও তার ভাই মিজানুরকে পিটিয়ে আহত করে। ভাংচুর করে বাড়িঘরও।
সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালি গ্রামে। আহত তিনজনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই গ্রামের হাসিনা খাতুন অভিযোগ করে বলেন গত ২২ ডিসেম্বর রাতে একই গ্রামের নুর ইসলাম নুনু তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় তিনি বাধা দিয়ে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এলে নুনু পালিয়ে যায়। এ ঘটনায় তিনি নুর ইসলাম নুনুর বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা করেন। তিনি জানান গত ২৫ ফেব্রুয়ারি পুলিশ এ মামলায় ফাইনাল রিপোর্ট দেয়। এতে আসামি নুর ইসলাম নুনু উল্লসিত হয়ে হাসিনার ওপর প্রতিশোধ নেওয়ার হুংকার দেয়।
এরই জের হিসেবে নুনু ও তার সহযোগী সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন ৫/৬ জনকে সাথে নিয়ে হাসিনাদের বাড়িতে হামলা করে। তারা বাড়িঘর ভাংচুর ও ব্যবহার্য জিনিসপত্র লুটপাট করে। বাধা দেওয়ার চেষ্টা করায় তাদের হামলায় আহত হন হাসিনা, তার মা মনোয়ারা ও ভাই মিজানুর।তিনি এ ঘটনায় নুনু ও সোহরাবসহ কয়েকজনের নামে মামলা দিয়েছেন বলে জানান। হাসিনা খাতুন জানান দেড় লাখ টাকা পুলিশের পেছনে ব্যয় করে ফাইনাল রিপোর্ট নেওয়া হয়েছে বলে নুর ইসলাম নুনু প্রচার দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার এসআই খবিরউদ্দিন জানান ধর্ষণ চেষ্টা মামলায় কোনো স্বাক্ষী না থাকায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। এ জন্য আসামিপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। তবে এই রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতে হাসিনা পরিবারের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে। তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।