ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরায় পানি বিশুদ্ধকরণ ও সরবরাহকারী মালিক সমিতির (রেজিষ্ট্রেশন ২৪১৮) উদ্যোগে বিএসটিআই কর্তৃক অযথা হয়রানি ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং সাতক্ষীরা জেলা লবণাক্ততা বিবেচনায় নিয়ে আইন কানুন শিথিল করার অনুরোধ জানিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরায় পানি বিশুদ্ধকরণ ও সরবরাহকারী মালিক সমিতির সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু,পানি ব্যবসায়ী রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, আল্লামা ইকবাল,হাবিবুল্লাহ হাবিব, আবু রায়হান,বিদ্যুৎ বিশ্বাস,আব্দুল খালেক,আবু জাফর, মনোতোষ কুমার দাশসহ পানি ব্যবসায়ী সমিতির জেলার নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার লবণাক্ত পানির মান বিবেচনায় নিয়ে বিএসটিআইয়ের আইন কানুন শিথিল ও সহজ সাধ্য করতে হবে। রপ্তানিমুখি কোম্পানির সাথে সাতক্ষীরার পানি কোম্পানিগুলোর একই বিবেচনা না করা। সহজ শর্তে বিএসটিআই এর আওতায় আনার অনুরোধ জানান। বক্তারা ভ্রাম্যমান আদালতের নামে কোম্পানির মালিকদের জিম্মি করে হয়রানি ও জরিমানা না করার আহবান জানান।
পূর্ববর্তী পোস্ট