শেখ হাসান গফুর, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা মাঝেরপাড়া গ্রামের মৃত রজব আলীর পুত্র মোঃ ওবায়দুল হোসেন (৪৫), এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়া আসছিল। সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন রকমের মাদক দ্রব্য এনে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় চোরাচালান করতো। গত ৫ই মে ২০২১ বেলা ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব – ৬ এর সদস্যরা তাকে আটক করে। এসময় র্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাসীকালে তার ফুলপ্যান্টের পকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো ২শত ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। ঐ দিনই র্যাব সদস্যরা ডুমুরিয়া থানায় ৩৬(১) এর ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুয়ায়ী থানায় সোপর্দ্দ করে। মামলা নং – ৪, তারিখ: ০৫.০৫.২০২১ ইং। কিন্তু ওবায়দুল হোসেন কারাগারে থাকলেও এলাকায় তার সহযোগিরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমা ভাবে। তার সহযোগিদের দ্রুত গ্রেপ্তারের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মোঃ ওবায়দুল হোসেন সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ কমিটির সদস্য হওয়ায় সে ক্ষমতার অপব্যবহার করে এই মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্যকলাপ চালিয়ে আসছে বলে এলাকা বাসী জানায়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা আদালতে বিচারাধীন রায়েছে।