ফিরোজ হোসেন ঃ সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পূর্ব পাড়া মেহেদী বাগ মাঠপাড়া এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রী রাবেয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী মো. রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরার বিচারক মো. এম. জি. আযম এ রায় দেন।
মো. রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পু্র্ব মেহেদীবাগ মাঠপাড়া এলাকার মো. বিল্লাল গাজীর ছেলে।। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ মে মাসের দিকে রাবেয়া খাতুনের সঙ্গে মো.রবিউল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের সময় রাবেয়ার পিতা মো. রবিউল ইসলামকে ৩ লক্ষ টাকার মালামাল দেয়। তার পরও রবিউল ইসলাম ১ লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী রাবেয়া খাতুনের উপরে নির্যাতন করলে রাবেয়া খাতুনের পিতা ৭০ হাজার টাকা দেয় রবিউল ইসলামকে।
যে কারনে রবিউল ইসলাম যৌতুকের বাকি টাকা না পেয়ে ০৬/০৬/২০১৪ সালের সকাল ১০ টা হতে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে যেকোন সময় নিজ বসত ঘরে রাবেয়া খাতুনকে আড়ায় ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় রাবেয়া খাতুনের পিতা মো. শহিদুল বিশ্বাস বাদী হয়ে ০৭/০৬/২০১৪ ঘটিকায় ভিকটিমের স্বামী মো. রবিউল ইসলাম, মোছাঃ রোকেয়া বেগম, মো. বিল্লাল গাজী,হাসান,আসমা খাতুনদের নামে মামলা দায়ের করেন।
আদালত আজ এ মামলার আসামী রবিউল ইসলাম ছাড়া অন্য আসামীদের আসামিদের বেকসুর খালাস দেয়।