শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো। সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলামের সঞ্চালনা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরার সদর উপজেলা শাখার আহ্বায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা তাঁতি দলের নাসির উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম, তাঁতি বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপীল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল প্রমূখ। এ সময় আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন, শিল্প বিষয়ক সম্পাদক রিয়াজ কামাল মামুন, রোকন, জাহাঙ্গীর, শাহিনুর রহমান, অর্ঘ্য, মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমতলা মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলাতলা মোড়ে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, সেবা ঐক্য প্রগতির পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামের এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রয়াণে দেশনেত্রী খালেদা জিয়া দলকে সুসংগঠিত করার জন্য সচেষ্ট ছিল। তবে বর্তমান সরকার তাঁকে হয়রানিমূলক মামলা দিয়ে দলের কার্যক্রমকে দাবিয়ে রাখতে চেয়েছিলেন। অথচ আজকের আলোচনা সভায় শত শত মানুষের ঢল প্রমাণ করে; কোনো অপশক্তি আমাদের কার্যক্রমে বাঁধা দিয়ে দমাতে পারবে না। বক্তারা আরও বলেন, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে হবে। সেই সাথে দ্রব্যমুল্যের দাম কমাতে হবে। তা না হলে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবী মানতে বাধ্য করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।