নিজস্ব প্রতিনিধি ঃ সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে ব্যবসায়ী মো. আব্দুর
রহিম বাবু নিজের সততা ও সফলতায় আজ সাতক্ষীরার সুলতানপুর শহর কাঁচা ও পাকা
মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী। সুলতানপুর কাঁচা বাজারে ক্রেতা বিক্রেতা
ও গরীব দুঃখী সবার প্রিয় মুখ। যিনি ইতিমধ্যে সকলের ভালবাসায় সর্বস্তরের
মানুষের গর্ব ও প্রিয়পাত্র হয়ে উঠেছেন। মাথার ঘাম পায়ে ফেলে যিনি মেহনতী
ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী
হয়ে কাজ করে চলেছেন। নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে জনস্বার্থে সকল
প্রকার সামাজিক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে সকলের মাঝে হয়ে উঠেছেন
একজন জনপ্রিয় মানুষ। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় অসহায় গরীব দুঃখী
মানুষের পাশে দাঁড়ান। বিতরণ করেন সেমাই চিনিসহ ঈদ সামগ্রী এবং মহামারী
করোনার সংক্রমণ রোধে নিজ এলাকা সুলতানপুর ও বড় বাজারে নিজ উদ্যোগে
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সানিটাইজার তুলে দেন ক্রেতা
বিক্রেতাদের হাতে।
সকলের সাথে মিলে মিশে সুখ-দুঃখ ভাগ করে সহযোদ্ধা বড় বাজারের ব্যবসায়ীদের
কষ্টের অনুভূতি নিতে পেরেছিলেন বলেই আজ সমিতির একজন সাধারণ মেম্বার থেকে
তিনি শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী। সত্যিই এমন
সেক্রেটারি পাওয়া শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির অনেক ভাগ্যের
ব্যাপার। সদা হাস্যোজ্বল সাদা মনের মানুষ এই আব্দুর রহিম বাবু। নিজেই
ব্যবসায়ীদের সহযোদ্ধা হিসেবে তাদের কষ্টের অনুভূতি ভাগ করে নিতে তিনি আজো
নিজের মাথায় মাল ভর্তি বস্তা নিয়ে সকলের সাথে মিলে মিশে কাজ করে চলেছেন।
মানুষের শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে আরো সামনে এগিয়ে একদিন শহর কাঁচা ও পাকা
মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী থেকে সভাপতি হবে মো. আব্দুর রহিম বাবু
এটাই সকলের প্রত্যাশা।
পূর্ববর্তী পোস্ট