সাতক্ষীর প্রতিনিধি ঃ সুন্দরবন এলাকার জীব বৈচিত্র সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন ও পরিবেশগত মান উন্নয়নের দাবিতে সাতক্ষীরায় মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। ঘঈজই ও ঈউঐঘ এর আয়োজনে ও সুন্দরবনে ফাউন্ডেশন সাতক্ষীরার বাস্তবায়নে বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেন্ডার ডেভলপমেন্ট ফোরাম (এউঋ) সাতক্ষীরার শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটি, সুন্দরবন ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন প্রমূখ।
বক্তারা এ সময়, সুন্দবনের গাছপালা নিধন বন্ধ, সকলপ্রকার বন্য প্রানী শিকার বন্ধ, প্রানী ও উদ্ভিদের অবাসস্থল ধ্বংসকারী সকল প্রকার কর্মকান্ড বন্ধসহ ৯ দাবী তুলে ধরেন।
পরে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট